ঢাকা: পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে এবার টেস্ট ক্রিকেটে মাটিতে নামাল টিম টাইগার। আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার দিনেই ম্যাচ জিতে নিল মুশফিকুর রহিমের দল।
সাকিব-তাইজুলদের ঘূর্ণিজাদুতে ২০ রানের পরাজয় বরণ করতে হল স্মিথ-ওয়ার্নারদের। এই ঐতিহাসিক বিজয়ের সাক্ষী হতে আজ হোম অব ক্রিকেটে খেলা দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেটপ্রেমের কথা কারও অজানা নয়। ঘরের মাটিতে বাংলাদেশের খেলা থাকলেই তিনি স্টেডিয়ামে ছুটে যান। এমনকী বিদেশ সফর থেকে ফিরেই একবার চলে গিয়েছিলেন টাইগারদের খেলা দেখতে।
বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে কোনো জুড়ি নেই বঙ্গবন্ধুকন্যার। কোনো ম্যাচ জয়ের পর ফোন করে হলেও ক্রিকেটারদের অভিনন্দন জানান তিনি। আজ টিভি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখে আরও উচ্ছসিত হয়ে পড়ে মিরপুরের দর্শকরা। টাইগারদের ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে আসন থেকে উঠে লাল-সবুজের জাতীয় পতাকা ওড়াতে দেখা যায় জননেত্রী শেখ হাসিনাকে।
এমটিনিউজহ২৪ডটকম/আ শি/এএস