ঢাকা: ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে আজ উপভোগ করলেন টাইগারদের অভূতপূর্ব বিজয়ের মুহূর্তটি। তিনি এমন সময় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন যখন বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। বিজয় অর্জনের সাথে সাথে আসন থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন। এরপর ড্রেসিংরুমে গিয়ে সাকিব-তামিম-মুশফিকদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অজিদের বিপক্ষে টেস্ট জয়ে প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসের গল্প ম্যাচ শেষে শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আসলে গতকাল মঙ্গলবার বিকেলে স্টেডিয়ামে আসার কথা ছিল বঙ্গবন্ধু কন্যার। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক বাকী থাকায় আর আসেননি। তবে আজ চতুর্থ দিনে স্টেডিয়ামে আসার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। গতকাল দিনশেষে বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও প্রধানমন্ত্রী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন।
আজ ম্যাচ শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বললেন, 'সবাই যখন জয়ের ব্যাপারে হতাশায় ভুগছিলেন, তখনও প্রধানমন্ত্রী জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। ওনার মনের মধ্যে খুব সাহস ছিল।
আমি বলছি, আপা এখন উইকেট পড়ছে, আপনি জলদি আসেন। আপা আমাকে বললেন, আমি আসতে আসতেই শেষ হয়ে যাবে প্রায়। দেইখো তুমি। এই আত্মবিশ্বাসটা ওনার ছিল। এই বিজয়ে উনি অত্যন্ত খুশি হয়েছেন। '
জয়ের পর প্রধানমন্ত্রী সব ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানান পাপন। তিনি এ বিষয়ে বলেন, 'ক্রিকেটারদের সবার সাথে ব্যক্তিগতভাবে উনি কথা বলেছেন। কোচিং স্টাফদের সাথেও কথা বলেছেন। এই প্রথম বিসিবির কর্মকর্তাদের সাথে আলাদা করে কথা বলেছেন, ছবি তুলেছেন। এটা একটা অন্যরকম পরিবেশ ছিল।
এছাড়া গতকাল মঙ্গলবারের স্মৃতিচারণও করেন বিসিবি সভাপতি। তিনি গতকাল প্রধানমন্ত্রীকে ফোন করে দোয়া চেয়েছিলেন টাইগারদের জন্য। তিনি বলেন, 'আমি ওনাকে যেটা কালকে বলেছিলাম সেটা হলো, আপনি দোয়া করেন। এরকম পরিস্থিতিতে আমি সাধারণত ওনাকে বলি, আপনি দোয়া করেন। আপনারা তো জানেন, উনি খেলা কেমন ভালোবাসেন। '
এমটিনিউজহ২৪ডটকম/আ শি/এএস