বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৫:৪৮:১৩

'মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে নিতে হবে'

'মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে নিতে হবে'

স্পোর্টস ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে নিতে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে 'রোহিঙ্গা সংকট' শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তারা এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আব্দুর রশিদ। আলোচনায় অংশ নেন লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাবেক নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মো. জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার ও রাষ্ট্রদূত মো. জমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন, দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।

বক্তারা বলেন, 'রোহিঙ্গা সংকট সমাধানে- মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে নিতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে।' তারা বলেন, রোহিঙ্গাদের মধ্যে যে সন্ত্রাসী গ্রুপ আছে, তাতে মদদ দিয়েছে পাকিস্তান।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে, এক্ষেত্রে আন্তর্জাতিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিথিলা ফারজানা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে