নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা কার্ড আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে পৌঁছে দেন দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন ও বেলাল আহমেদ।
চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। সেখানে পরিবারের সঙ্গে ঈদ করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
এর আগে গতকাল বুধবার একইভাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঈদ কার্ড পাঠান।
এমটিনিউজ/এসএস