বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৯:৪০

মন্ত্রীর মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

মন্ত্রীর মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

ঢাকা : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার।

বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে যমুনা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ পুরাতন বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ মৌলভীবাজার নেওয়া হবে।

দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিদ হওয়া জানাজায় রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপ ও সংসদ সদস্যরা অংশ নেন।

এর আগে বুধবার সকালে মিন্টো রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ। মরদেহে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

সেখানে প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এবং সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

এখন মরদেহ মৌলভীবাজারে দর্জিমহলের বাড়িতে নেয়া হবে।

বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠে আরেক দফায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

গত সোমবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী।

৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিলেন। সোমবার রাতে তার মরদেহ দেশে আনা হয়।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে