এমটিনিউজ২৪ ডেস্ক : গলফ খেলা এবং খেলোয়াড়দের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অষ্টম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
টুর্নামেন্টে পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন জনাব সাদিকুল ইসলাম। রানার আপ হয়েছেন মেজর জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। নারী বিভাগে বিজয়ী মিসেস ফাতেমা ইসলাম লিমাম।
কুর্মিটোলা গলফ ক্লাবের 'ব্যাংকুয়েট হল' এ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। এবারের টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাগণ এবং দেশের সকল গলফ ক্লাব হতে ৭০৪ জন গলফার অংশগ্রহণ করেন। এছাড়া রানার গ্রুপ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।