শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫২:১৫

বন্যার্তদের পাশে দাঁড়ালেন ভিখারীরাও

বন্যার্তদের পাশে দাঁড়ালেন ভিখারীরাও

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যার্তদের ত্রাণ সহায়তা ও ঈদের জন্য দুধ, চিনি, সেমাই বিতরণ করেন বেশ কয়েকজন ভিখারী। এদের মধ্যে কয়েকজন প্রতিবন্ধী ভিখারীও রয়েছেন।  
 
মঙ্গলবার বিকেলে এনায়েতপুরে একটি স্কুলে ত্রাণ বিতরণ করেন তারা। এ সময় তাদের  সঙ্গে ছিলেন এলাকার কিছু ব্যবসায়ী, সংবাদকর্মী ও শিক্ষক।  
 
ভিখারিরা বলেন, ‘আজকে আমরাই ত্রাণ দিলাম। খুব ফাইন ন্যাগত্যাছে। আমরা চেয়ারম্যান-মেম্বার গোর মত কিছুই মাইড়া দেই নাই। সব টুকু দিয়া দিছি।’
 
এদিকে তাদের এমন দৃষ্টান্তে উৎসাহিত হয়ে সামর্থবান মানুষ বন্যার্তদের পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকার স্থানীয় সাধারণ মানুষ।
২ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে