মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ১০:৩৯:৪৬

ঢাবিতে যাত্রীবাহী বাসে আগুন

  ঢাবিতে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা : আবার যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এক শিক্ষার্থীকে মারধরের জেরে গাজীপুর থেকে সদরঘাট রুটে চলাচলকারী স্কাইলাইন পরিবহনের একটি বাস ক্যাম্পাসে নিয়ে তাতে আগুন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর জিরো পয়েন্ট থেকে স্কাইলাইনের বাসটি শহীদুল্লাহ হলের সামনে নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাতে আগুন দেয়া হয়। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, হাফ ভাড়াকে কেন্দ্র করে সোমবার ওই হলের এক ছাত্রলীগকর্মীকে পরিবহন শ্রমিকরা মারধর করে। এর জেরে বাসটিতে আগুন দেয়া হয়। শিক্ষার্থীরা জানান, শহীদুল্লাহ হলের এক ছাত্র সোমবার খিলক্ষেত থেকে আজমেরী পরিবহনের একটি বাসে উঠেন। শিক্ষার্থী পরিচয়ে হাফ ভাড়া দেয়ায় ওই বাসের শ্রমিকরা তাকে ক্যাম্পাসে নামতে না দিয়ে বংশালে নিয়ে যায়। সেখানে স্কাইলাইন পরিবহনের এক শ্রমিকের সহায়তায় ওই শিক্ষার্থীকে মারধর করে আটকে রাখা হয়। খবর পেয়ে হল ছাত্রলীগের নেতারা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ঝামেলা না হয় তা আলোচনার মাধ্যমে দেখা হবে। ৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে