সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১৬:৩৭

কত দামে বাংলাদেশ থেকে ইলিশ যাচ্ছে ভারতে?

কত দামে বাংলাদেশ থেকে ইলিশ যাচ্ছে ভারতে?

এমটিনিউজ২৪ ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে, সর্বনিম্ন কি দামে রপ্তানি হবে তা জানানো হয়নি।

গত বছর প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল ১০ ডলার বা ১ হাজার ১০০ টাকা। গত বছর প্রায় ৪ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলেও ভারতে যায় ৮০২ টন।

আগে অবাধে ইলিশ রপ্তানি হলেও, দেশের বাজারে সরবরাহ বাড়াতে ২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতিতে ইলিশকে শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য বলা হয়। পরের দুই রপ্তানি নীতিতেও তা বহাল থাকে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে প্রায় ১ হাজার ৭০০ টন ইলিশ রপ্তানিতে আয় হয় ১ কোটি ৬৪ লাখ ডলার। আকার ভেদে প্রতি কেজি মাছ ১০, ৬ ও ৮ ডলারে রপ্তানি হয়।

পরের দুই বছর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন ইলিশ রপ্তানি হয়। প্রতিকেজির দাম ছিল ১০ ডলারের মধ্যে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে