রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:২৩:০৪

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘ

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘ

নিউজ ডেস্ক : মিয়ানমারে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীকে অহিংস আচরণ করার আহবান জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুটারেস। সহিংসতায় প্রায় ৪’শ রোহিঙ্গা নিহত ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানান তিনি। বিবৃতিতে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতায় উদ্বিগ্ন তিনি। মানবাধিকার লঙ্ঘন না করে সেখানে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহবস্থান করার জন্য আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব মিয়ানমার সরকারের।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে