ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যাচ্ছেন। আমেরিকায় চিকিৎসারত মির্জা ফখরুল নিউইয়র্ক ত্যাগ করবেন ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে।
এর আগে শুক্রবার দিনে কর্নেল হাসপাতালের নিউরোর চেয়ারম্যান ফিলিপ স্টেট বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। সমস্ত পরীক্ষা-নীরিক্ষার পর সর্বশেষ মতামত দেবেন তার চিকিৎসা সম্পর্কে।
উল্লেখ্য, মির্জা ফখরুলের ব্রেইন সংলগ্ন ক্যারোটিভ আর্টারির দুটি প্রায় শতভাগ ব্লক রয়েছে। ব্লাড চলাচল মোটামুটি থাকায় ডাক্তাররা এ পর্যন্ত সার্জারি না করার পক্ষেই মত দিয়েছেন। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ফিলিপ স্টেট। নিউইয়র্ক থেকে তিনি সরাসরি সিঙ্গাপুর যাবেন চিকিৎসার ফলোআপ হিসাবে। গত ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে মীর্জা ফখরুল সস্ত্রীক নিউইয়র্ক আসেন। সিঙ্গাপুর থেকে ২২ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ