নিউজ ডেস্ক : মেডিক্যালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক হয়েছে ৪ জন। আটকদের মধ্যে একজন ডাক্তারও রয়েছেন।
বুধবার মহাখালী ডিওএইচএস থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা জসীম উদ্দীন ও ডাক্তার সৌভনসহ আরো দুজন।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এ বিষয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আগামী ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম