বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৩:৫৮

বাংলাদেশি পাসপোর্টধারীদের সুখবর দিল থাইল্যান্ড

বাংলাদেশি পাসপোর্টধারীদের সুখবর দিল থাইল্যান্ড

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। বৃহস্পতিবার থেকে ই-ভিসা সুবিধা চালু করেছে দেশটি।

ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে পাঠানো হবে ই-ভিসা। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা।

অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্মপূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে। থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিঙ্কে:

গত ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে নিজেদের ৬৯টি দূতাবাসে ই-ভিসা সুবিধা চালু করেছে থাইল্যান্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে