চেকপোস্টে পুলিশ খুন : এসআই বরখাস্ত, আটক ২
সাভার প্রতিনিধি : আশুলিয়ার বাড়ইপাড়ায় চেকপোস্টে শিল্প পুলিশ সদস্য মুকুল হোসেন (২৬) হত্যার ঘটনায় থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে।
বরখাস্ত পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
বুধবার রাতে এমটিনিউজকে জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন ও আরেকজন গুরুতর আহতের ঘটনার সোহেল (২২) ও শওকত (২৩) দু’জনকে আটক করা হয়েছে। তারা দুজনই প্রত্যক্ষদর্শী ছিলেন বলে তারা জানায়। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন পার্কের সামনের পুলিশ চেকপোস্টে মকুল হোসেন ও নূর আলম (২৮) নাম দু’জন পুলিশ সদস্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মুকুল হোসেন মারা যান। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে, গত মাসে ঢাকার গাবতলীর চেকপোস্টে ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই নিহত হন।
৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি