ঢাকা: গত মঙ্গলবার ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজারে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্দেশ্য ছিল বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা মুসলমানদের দেখতে যাওয়া। আর এই সফরের জন্য দেশে বিদেশে প্রশংসার পাত্র হোন তিনি। আর এই নিয়ে একটি স্ট্যাটাস দেন নির্মাতা মোস্তাফা সারোয়ার ফারুকী। তার স্ট্যাটাস্টি ছিলঃ
'মাননীয় প্রধানমন্ত্রী, আজকের দিনে আপনি যেভাবে আপনার অবস্থান পরিষ্কার করেছেন অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, তার জন্য আপনি ইতিহাসে অন্য জায়গায় থাকবেন।’
‘আমি জানি অনেকেই বলবেন, আমরা তো অনেক দিন ধরেই লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। কিন্তু আপনারা যদি, দুই বড় ভাই রাষ্ট্রের অবস্থান, মারাত্মক সিকিউরিটি এবং অর্থনৈতিক ঝুঁকি- এগুলা মাথায় রাখেন তাহলে মানবেন তাঁর এই অবস্থান মানে বহন করে।’
‘মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর এই অ্যাটিচুড আরেকবার মনে করে দিয়েছে আপনি কার মেয়ে। ’
‘এবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিরোধী দল, সকল আন্তর্জাতিক যোগাযোগ সম্পন্ন ব্যক্তিবর্গের কাজ মিয়ানমারকে বিশ্বের কাছে কাঠগড়ায় তোলা যাতে তারা দ্রুত তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়।’'
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস