নিউজ ডেস্ক : মিয়ানমারের রাষ্ট্রীয় পরাদর্শদাতা অং সান সুচির দপ্তরের একজন মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নিরাপত্তা পরিষদের গতকাল বুধবারের বৈঠকটি বাংলাদেশর পক্ষে বিশ্ব সম্প্রদায়ের শক্ত অবস্থান বলে মনে করছে বাংলাদেশ। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রস্তাব জোরালোভাবে তুলে ধরবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ম্যাডাম সু চি তো যাচ্ছেন না বলে আমরা দেখেছি। তার দপ্তরের একজন মন্ত্রী, যিনি পররাষ্ট্র বিষয় দেখাশুনা করেন, আমার সঙ্গে দেখা করতে চান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আমি অপেক্ষা করছি। যাইহোক তারপর দেখা যাক কী বলে।’
তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান যে যথার্থ তারই প্রতিফলন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদার বৈঠকে পাওয়া গেছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ এইচ মাহমুদ আলী বলেন, ‘ আমরা তো চাচ্ছিলামই যে, নিরাপত্তা বৈঠকে বসুক এবং এ ব্যাপারে আলোচনা করে তারা একটা বক্তব্য দিক। কাজেই তারা তো দিয়েছে এবং অত্যন্ত সময়োপযোগী এবং খুবই জোরালো বক্তব্য।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। এই সংকটাপন্ন মুহূর্তে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সমস্যার মূল কারণ তুলে ধরে সমস্যা সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো সুস্পষ্টভাবে পেশ করা হবে।’ কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।
এমটিনিউজ/এসএস