শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:২৭:২৮

রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান আরাকান স্বাধীন করা: হেফাজত ইসলাম

রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান আরাকান স্বাধীন করা: হেফাজত ইসলাম

ঢাকা: আরাকান স্বাধীন করার মাধ্যমেই মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে হেফাজতে ইসলাম। সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন,  ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র পথ আরাকান স্বাধীন করা। স্বাধীন আরাকান ছাড়া রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।’

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বায়তুল মোকারমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করেন হেফাজত নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে হাউজ বিল্ডিং মোড়ে এসে শেষ হয়।

মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, ‘বার্মা সরকার গণহত্যা করছে। রাখাইন এলাকায় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাবো রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। তাদের খাদ্য, চিকিৎসার ব্যবস্থা করেন। রোহিঙ্গাদের আবাস ভূমিতে ফিরিয়ে দিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখুন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি, যুদ্ধের মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিন। এখনই মোক্ষম সময়।’

রোহিঙ্গা সংকট নিরসন ও তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে কাসেমী বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখুন।’
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে