আওয়ামী লীগকে নিয়েই করতে হবে : নোমান
ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে গণতন্ত্রের যে সঙ্কট চলছে তা যদি বর্তমান সরকার সমাধান না করে তাহলে তারাও এমন সঙ্কটে পড়বে। তখন তারা পালাতে বাধ্য হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন কথা বলেন তিনি।
নোমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়, আওয়ামী লীগসহ সবাইকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না করলে দেশ ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকার কারণেই আজ শিক্ষক-কর্মচারীসহ সবাই আন্দোলন করছে। এভাবে দেশ চলতে পারে না। দেশে যে হত্যাযজ্ঞ চলছে তার সমাধান করতে হলে সামাজিক শক্তির নৈকট্য প্রয়োজন। পুলিশ ও রাষ্ট্রযন্ত্র দিয়ে এর সমাধান করা যাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাসানী সমর্থক পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।
৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�