বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ১০:৩৯:০২

আজ পলাশের জন্মদিন

আজ পলাশের জন্মদিন

রাবি: জন্মদিনে সবাই হই-হুল্লোড় করবে আনন্দ করবে এটাই স্বাভাবিক। তবে জন্মদিনে কেউ কি বেলুন ও ফিতা দিয়ে কোন গাছকে সাজায়! শুধু সাজানোয় নয়, ওই গাছ তলাতে কেকে কেটে গাছকেই আবার খেতে দিলেন তারা। কি বিশ্বাস হচ্ছে না? অনেকটা অবিশ্বাস্য বটে, তবে ১৮ বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা অনুষদের সামনে দাঁড়িয়ে থাকা ‘পলাশ’ গাছটির জন্মদিন পালন করে আসছেন। ১৯৯৭ সাল থেকে প্রতি বছর ৫ নভেম্বর পলাশ গাছটির জন্মদিন পালন করেন চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত চারুকলা বিভাগের শিক্ষক কনক কুমার পাঠক বলেন, গাছের সঙ্গে মানুষের রয়েছে একটি নিবিড় সম্পর্ক। আমরা যা ত্যাগ করি তা গ্রহণ করে গাছ। আর গাছ যা ত্যাগ করে আমরা তা গ্রহণ করি। সেই সম্পর্ককে স্মরণ করে গাছের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই প্রতি বছর এই আয়োজন। কেক কেটে পলাশ গাছের জন্মদিন উদ্‌যাপন। ছবি: প্রথম আলোঅনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী মেহেদি হাসান জানালেন এই জন্মদিন পালনের ইতিহাস। তিনি বলেন, ১৯৯৪ সালে চারুকলা বিভাগ প্রতিষ্ঠার সময় গাছটি লাগানো হয়। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর ৫ নভেম্বর এই গাছটির জন্মদিন পালন করা হয়। গাছটি লাগিয়েছিলেন বিভাগের মালি। যাকে সবাই ‘চান্দু ভাই’ হিসেবেই জানে। এটা মূলত বৃক্ষকে ভালোবাসার প্রতীকী অনুষ্ঠান। মূলত শিক্ষার্থীরা কাছ থেকে টাকা তুলে এ আয়োজন করা হয়। অনুষদের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে পলাশ গাছের চারপাশ টেরাকোটা দিয়ে বাধাই করা হয়েছে। শিক্ষার্থীরা এর নাম দিয়েছেন ‘পলাশ তলা’। শিক্ষার্থীরা পলাশ তলায় বসে আড্ডা দেয়, ছবি আঁকে। বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা বলেন, এটা এখন চারুকলা বিভাগের ঐতিহ্য হয়ে গেছে। ০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে