নিউজ ডেস্ক: একটি স্বপ্ন। যে স্বপ্নকে ঘিরে আরও হাজারো স্বপ্নের হাতছানি। সেই স্বপ্নের পদ্মা সেতু শনিবার ভেসে ওঠবে। গহীন পদ্মার বুক চিড়ে মাথা তুলে দাঁড়াবে সেতুর প্রথম স্প্যান। শনিবার দৃশ্যমান হবে পদ্মাসেতু।
মুন্সিগঞ্জে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ধূসর রঙের একটি স্প্যান নিয়ে যাওয়া হয়েছে জাজিরা প্রান্তে। এমন আরও ৪১টি স্প্যান বসানোর মধ্য দিয়েই সম্পন্ন হবে সেতুর কাজ।
শনিবার প্রথম স্প্যানটি বসানো হবে বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত রোববার মাওয়া থেকে ৭বি স্প্যানটি ক্রেনে করে জাজিরার দিকে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ১৫০ মিটার স্প্যানটি শুক্রবার ৩৫ নম্বর পিয়ারের সামনে ছিল। আবহাওয়া অনুকূল থাকলে শনিবার সময়মতো পিয়ারের ওপর বসানোর কাজ সম্পন্ন হবে এই স্প্যান। এটি জাজিরা প্রান্তে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে বসানো হবে।
পিয়ার প্রস্তুত। স্প্যানও প্রস্তুত। জাজিরা প্রান্তে পিয়ারটির ওপর বসানো হবে স্প্যান। এভাবেই তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু।
সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। ভায়াডাক্টসহ দৈর্ঘ্য প্রায় সাড়ে ৯ কিলোমিটার। দ্বিতল এই সেতুটি হবে স্টিলের। পদ্মা সেতুতে কংক্রিটের ৪২টি খুঁটি বা পিলার হবে। আর এসব খুঁটির নিচে ২৭২টি পাইল বসাতে হবে।
পদ্মা সেতুর নিচের তলার ভেতর দিয়ে চলবে রেল। আর যানবাহন ওপরে পিচঢালা পথ দিয়ে চলবে। সরকার ২০১৮ সালের নভেম্বরে কাজ শেষে সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে।-জাগো নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস