নিউজ ডেস্ক: শনিবার রাত ১২টা থেকে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের জারি করা এই আদেশ ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে এই ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ বলছে।
গত বুধবার রাজধানীর পাইকপাড়ায় নৌ পুলিশের সদর দফতরে নদী এলাকায় পুলিশের গৃহীত ব্যবস্থা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকেও এই ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধ করতে জনসচেতনতা বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইলিশ প্রজনন মৌসুমে দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিয়ম নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে নৌ পুলিশ।
এই অভিযান রাতেও পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবৈধ পথে ইলিশ পাচার রোধেও নৌ পুলিশের টহল জোরদার থাকবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ করে।
আদেশ অমান্য করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর