শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১৯:৫২

রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় শেখ হাসিনার ৫ প্রস্তাব

রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় শেখ হাসিনার ৫ প্রস্তাব

কক্সবাজার: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫টি প্রস্তাব রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ও রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায়। তাই বিশ্বের সকল দেশকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানাচ্ছি।

শনিবার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

চীন ও রাশিয়ার সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ রোহিঙ্গাদের নিয়ে সমালোচনা করছে। তাদের যদি মানবিকতা থাকে তাহলে সকল দেশকে শেখ হাসিনার আহ্বানে সাড়া দেয়া উচিত।

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে