সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ০৭:৪৪:০৮

শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত

শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ঢাকা: শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইফ জনাব আ স ম ফিরোজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য জনাব অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা’র সভাপতি জনাব মোহাম্মদ ঈসমাইলের সভাপতিত্বে অুনষ্ঠাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহ আলম, শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক-২০১৬ ড. এম কামাল উদ্দীন জসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মো. নসরুল্লাহ এবং শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক-২০১৭ ফজিলাতুন্নেসা।
 
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকার ২৪৪ জন শিক্ষার্থীকে আর্থিক সম্মাননা এবং সনদপত্র প্রদান করা হয়। বরিশালেও ২৫৮ জনকে আর্থিক সম্মাননা এবং সনদপত্র প্রদান করা হবে। ঢাকার ১৬ কেন্দ্র এবং বরিশালের ২৪ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ বলেন, এ ভূ-খন্ডের মানুষের শিক্ষার উন্নয়নে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের অবদান অনস্বীকার্য। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করেছেন। তিনি আজ আমাদের অনুপ্রেরণা।
শেরে বাংলা ছিলেন সাধারণ মানুষের বন্ধু। মানুষের যে কোন আপদ বিপদে তিনি ঝাঁপিয়ে পড়তেন। তিনি তাঁর সারাটি জীবন মানব সেবায় উৎসর্গ করেছেন। এমন মহৎ মানুষের কথা নতুন প্রজন্মকে জানাতে হবে। যাতে তারাও দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার অনুপ্রেরণা লাভ করে।নতুন প্রজন্মকে তাঁর সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করেছেন বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা। সে কারণে আমি এ সংগঠনের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই মানুষকে মেরুদন্ড সোজা করে চলতে সাহস যোগায়। বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াবার আত্মবিশ্বাসী করে তোলে।
 
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তারাই উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠন করবে। তাই তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে, পুরষ্কৃত করতে হবে। তাদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য করে তিনি বলেন, এ দেশ আমাদের, এদেশ গঠনের দায়িত্বও আমাদের। ভবিষ্যত বাংলাদেশ গঠনের দায়িত্ব তোমাদের। ভাল করে পড়াশুনা করে দেশের সেবার কাজে নিয়োজিত হতে হবে।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষা বিস্তারে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে বিশেষ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ঈসমাইল বলেন, শেরে বাংলার জীবন ও কর্মকে অমর করে রাখা এবং আগামী প্রজন্মকে তাঁর অনুপ্রেরণায় উজ্জীতি হয়ে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা’র মূল লক্ষ্য। তিনি বলেন আমরা চাই শিক্ষার প্রসারের মাধ্যমে এদেশ থেকে বেকারত্ব ও নিরক্ষরতা দূর করতে। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ১৯৯৩ সালে বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা’র কার্যক্রম শুরু হয়। আমরা এ পর্যন্ত প্রায় আট হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক এবং শিক্ষকতা, ব্যাংকিং, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের অবস্থান করছেন। আপনাদের সহযোগিতায় আমরা বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা’র এ কার্যক্রম অব্যাহত এবং এর সম্প্রসারণে ভবিষ্যতে কাজ করব। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে