সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ০৮:১৩:৩৪

বাংলাদেশের মানুষ খাবার পেলে রোহিঙ্গারাও পাবে : ত্রাণমন্ত্রী

বাংলাদেশের মানুষ খাবার পেলে রোহিঙ্গারাও পাবে : ত্রাণমন্ত্রী

কক্সবাজার থেকে প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ খাবার পেলে রোহিঙ্গারাও পাবে। আজ সোমবার কক্সবাজারের উখিয়া উপজেলার ডিগ্রি কলেজ মাঠে রোহিঙ্গাদের জন্য নির্মিতব্য খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবোধ থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সব রকমের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক এম এ হাসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিশ্বখাদ্য সংস্থা ইতিমধ্য ৫ লাখ রোহিঙ্গাকে খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং সে অনুযায়ী খাদ্য সরবরাহ করছে। এ ছাড়াও প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তাই রোহিঙ্গাদের খাদ্যের কোনো সমস্যা হবে না।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে