নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে প্রায় ৩৬ হাজার কোটি টাকার ঋণ চুক্তি সই। বাংলাদেশ-ভারত সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে। যা টাকার অংকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। বুধবার বেলা ১১টায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ভারতের এক্সিম ব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ঋণে আগের চেয়ে প্রকল্প বাস্তবায়ন অনেক দ্রুত হবে বলে আশা করছেন দুই দেশের অর্থমন্ত্রী।
গত সাত বছরের মধ্যে তৃতীয়বারের মতো বড় ধরনের ঋণ দিল ভারত, যা তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।
বৈদেশিক ঋণচুক্তির ইতিহাসে এটি দ্বিতীয় বড় ঋণ। এরআগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে প্রায় ৯২ হাজার কোটি টাকা ঋণচুক্তি হয়েছিল, যা এখন পর্যন্ত আকারে সবচেয়ে বড় ঋণ।
৪ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর