বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০১:৪০:১৪

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিই আমাদের বিজয় : নৌমন্ত্রী

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিই আমাদের বিজয় : নৌমন্ত্রী

ঢাকা: পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকার যে প্রতিশ্রুতি, সেটাই আমাদের বিজয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, কেননা আমরা মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই চাপ দিচ্ছি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গামের্ন্টস ওয়ার্কার্স ইমার্জেন্সি সলিডারিটি ফান্ড ফর রোহিঙ্গা এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শাজাহান খান আরও বলেন, ৯ লাখ রোহিঙ্গার ভরণপোষণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই যতো দ্রুত সম্ভব রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফিরিয়ে নেয় সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। আগে যারা মিয়ানমারকে সাপোর্ট দিয়েছিলো তারাও এখন ধিক্কার জানাচ্ছে বলেও জানান তিনি।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি বলেন, রোহিঙ্গারা মানুষ আমরাও মানুষ। তাই রোহিঙ্গাদের সহযোগিতায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।  

জাতীয় গামের্ন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বিলস এর নিবার্হী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন প্রমুখ।
এমটিনিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে