নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি এসকে সিনহা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে লক্ষ্মীপূজা করেছেন। বৃহস্পতিবার বিকাল পাঁচটা ৩৫ মিনিটের দিকে তার হেয়ার রোডের বাসা থেকে স্ত্রীসহ মন্দিরের উদ্দেশে রওনা হন। এরপর তিনি ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেন। সেখান থেকে পাঁচটা ৫৫ মিনিটে বের হন।
ঢাকেশ্বরী মন্দিরের ম্যানেজার তপন চ্যাটার্জী এ তথ্য জানান। এদিকে পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস পালও বিষয়টি নিশ্চিত করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তাপস পাল বলেন, মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্ত্রী সহ আজ ৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় ঢাকেশ্বরী মন্দিরে পুজা দিলেন।
সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে বাসায় প্রবেশ করেন প্রধান বিচারপতি। ছয়টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান তার বাস ভবনে প্রবেশ করেন এবং সাতটা দুই মিনিটে বের হয়ে যান।
এর আগে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান বিচারপতির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সাক্ষাৎ হয়। রানা দাশগুপ্ত জানান, প্রধান বিচারপতি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।
এমটিনিউজ/এসএস