শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭, ১০:১৯:২৬

আইনমন্ত্রীর কাছে দোয়া চাইলেন প্রধান বিচারপতি সিনহা

আইনমন্ত্রীর কাছে দোয়া চাইলেন প্রধান বিচারপতি সিনহা

নিউজ ডেস্ক: ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
 
বৃহস্পতিবার বিকেল ৪টার পর প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী। সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে ওই বাসভবন থেকে বেরিয়ে যান মন্ত্রী।
 
পরে আইনমন্ত্রী জানান, ‘প্রধান বিচারপতি বিশ্রাম নিচ্ছেন। তার শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে। তিনি আমাকে তার জন্য দোয়া করতে বলেছেন।’
 
এর আগে সুপ্রিম কোর্টে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার খাস কামরায় এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতের এক পর্যায়ে আপিল বিভাগের কর্মরত অন্য বিচারপতিরাও অংশ নেন।  এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পূর্ণ সহযোগিতার  আশ্বাস দেন।
৬ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে