শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ১২:৪২:৩৪

নেতাকর্মীদের সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : হাজারো দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
 
এর আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর বিমানবন্দর থেকে গণভবনের উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় রাস্তার দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে