শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৮:০৮:০৫

বিজেপির পাশে থাকবে বিএনপি : রমেশ দত্ত

বিজেপির পাশে থাকবে বিএনপি : রমেশ দত্ত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জনতা পার্টিকে (বিজেপি) সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত। শনিবার বিকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বিজেপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি, বিএনপি আপনাদের পাশে থাকবে।’

তবে বিএনপির নীতি-নির্ধারকরা বলছেন, এ ধরনের কোনও আলোচনার কথাই তাদের জানা নেই। বিজেপি নামে একটি দল হয়েছে জানলেও সংগঠনটির সঙ্গে কোনও আলোচনা হয়নি। যদিও রমেশ দত্ত জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুমতি নিয়েই তিনি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েছিলেন।  

শনিবার বিকালে ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করে বিজেপি। ‘প্রধান বিচারপতি এসকে সিনহাকে জোরপূ্র্বক একমাসের ছুটিতে যেতে বাধ্য করা’র প্রতিবাদে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে বিভিন্ন সংবাদ বিজেপির সভাপতি মিঠুন চৌধুরী বলেছিলেন, ‘বিজেপির প্রতি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশীর্বাদ আছে।’

সংবাদ সম্মেলনে  আয়োজক সংগঠনের আহ্বায়ক মিঠুন চৌধুরীর লিখিত বক্তব্যে বলেন, ‘আজ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় চরম উৎকণ্ঠার মধ্যে আছে। এ সরকারের আমলে তারা চরম লাঞ্ছিত, প্রবঞ্চিত ও নির্যাতিত। তবু আশার স্থল ছিলেন প্রধান বিচারপতি। কিন্তু তাকে জোরপূর্বক অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটিতে পাঠাবে সরকার, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।’

মিঠুন চৌধুরীর লিখিত বক্তব্যের পর বিএনপি নেতা রমেশ দত্ত বলেন, ‘আমরা বিজেপির সঙ্গে সংহতি প্রকাশ করছি। আপনারা যে বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন, এটিকে আমরা সমর্থন করছি’

তিনি আরও বলেন, ‘দেশে শুধু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানই নয়, সবাই সরকারের বিরুদ্ধে কথা বলছে। সর্বশেষ প্রধান বিচারপতিকে নিয়ে একটি খেলা হয়ে গেলো, আমরা এর তীব্র নিন্দা জানাই।’ তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সরকারের বিরুদ্ধে আন্দেোলন গড়ে তোলার আহ্বান জানান।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে