রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ১০:২০:২৯

নীলক্ষেতে কলেজ শিক্ষার্থীদের অবরোধ

নীলক্ষেতে কলেজ শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা: রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রোববার সকাল ৯টা থেকে তারা রাস্তা অবরোধ শুরু করে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে একই দাবিতে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন।

তবে ওইদিনই ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে’ আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে