রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ০৬:১১:৫২

রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে মিয়ানমারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে মিয়ানমারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান ও সব রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এ মাসেই মিয়ানমারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার দুপুরে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।  

তিনি বলেন, ‘কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে। তাই এ মাসেই মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৮০ হাজার রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে। আজকের মধ্যে রোহিঙ্গা নিবন্ধনের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। নিবন্ধনের আওতায় না আসলে সব ধরনের সহায়তা বঞ্চিত হবেন রোহিঙ্গারা।’

তিনি আরও বলেন, ‘সীমান্তের ১৬টি পয়েন্টে স্ক্যানিং মেশিন বসানো হবে। কারণ গত বছরের তুলনায় এ বছর অস্ত্র উদ্ধার বেশি হয়েছে। মূলত পুলিশি তৎপরতার কারণে এ মাসে বেশি অস্ত্র উদ্ধার হয়েছে।’
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে