ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদে অস্থায়ীভাবে ২০ জনকে নিয়োগ দেয়া হবে।
কমপক্ষে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস, বিআরটিএর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতাসম্পন্নরা পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। কোনো ওয়ার্কশপে মেকানিক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে 'অধিনায়ক, বিমান বাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫' ঠিকানায়। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১৫ অক্টোবর।
১০ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর