বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ০২:০৫:১২

বিমানের সিটের ভেতরে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

 বিমানের সিটের ভেতরে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

নিউজ ডেস্ক: রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুটি সিটের ভেতর থেকে সাড়ে চার কেজি ওজনের স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।

১১ অক্টোবর বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের বিএস৩২২ নাম্বার ফ্লাইটের ১১ এ ও ১১ বি দুটি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

বুধবার সকাল ৭টায় মাস্কাট থেকে আসা ওই ফ্লাইট রামেজিং করা হয়। পরে রামেজিং এর অংশ হিসেবে বিমানের বিভিন্ন স্থান তল্লাশির একপর্যায়ে সিটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব যায়। সিটের নরম ফোম ওঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পরে আছে।

বান্ডিল দুটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে