বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ০৭:২১:১০

প্রধান বিচারপতির আবেদনের বিষয়ে রাষ্ট্রপতি আজ সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

প্রধান বিচারপতির আবেদনের বিষয়ে রাষ্ট্রপতি আজ সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি এসকে সিনহার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকালে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বেলা ২ টার দিকে আইনমন্ত্রী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাস কামরায় তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। প্রায় দেড় ঘণ্টা পর বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ দুই মাস শূন্য থাকার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন করা হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আমাকে জানিয়েছেন, তিনি সুপ্রিমকোর্টে কিছু প্রশাসনিক রদবদল করতে চান।

বিচারকদের শৃংখলা বিধি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি নিয়ে আগামী যে দিন ধার্য আছে তার আগে সুরাহা করা হবে। যেভাবে আলোচনা হয়েছে তাতে নির্ধারিত তারিখের আগেই সমাধান হয়ে যাবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে