বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ১২:৩২:৩৫

আজ কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আজ কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর মকবুল আহমাদসহ ৮ শীর্ষ নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে দলটি আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। গতকাল জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে শান্তিপূর্ণ হরতাল পালন করার আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নাশকতা রোধে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডাসহ একাধিকস্থানে ঝটিকা মিছিল  করেছে জামায়াত ও ছাত্রশিবির।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টর ১১ নম্বর সড়ক ৩ নম্বর বাসায় তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জামায়াতের আমির মকবুল আহমাদসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে কদমতলী থানার পরিদর্শক সাজু মিয়া তাদের ঢাকা মহানগর আদালতে হাজির করলে আদালত তাদের ৮ জনকে ২ মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের একজন এডিসি গতকাল দুপুরে মানবজমিনকে জানান, ১০ দিনের রিমান্ডে ১ দিন পার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করা হচ্ছে। তারা উত্তরা এলাকায় দলকে শক্তিশালী করে কিভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায় তার জন্য সেখানে বৈঠক করছিল। এ ছাড়াও রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে নাশকতার পরিকল্পনা ছিল তাদের। তবে  গ্রেপ্তারকৃতরা এই অভিযোগ অস্বীকার করছেন। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এদিকে হরতালের সময় সারা দেশে কড়া নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড প্লানিং) সহেলী ফেরদৌস জানান, জামায়াতের হরতালে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশের সব ধরনের প্রস্তুতি আছে। আমরা আশা করি কোনো সহিংসতা হবে না। সহিংসতা হলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো ছাড় দেয়া হবে না। সহিংসতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। -এমজমিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে