নিউজ ডেস্ক : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে খোলা সব ফেসবুক আইডি গুলো ভুয়া দাবি করে তিনি বলেন, ‘আমার নামে কতিপয় অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ইতিপূর্বেও এ ধরণের ঘটনা ঘটেছিল যার সঙ্গে আমার আদৌ কোনও সংশ্লিষ্টতা ছিল না। আমি আমার নামে খোলা এ ধরণের ভুয়া ও মিথ্যা ফেসবুক আইডি সম্পর্কে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’
এসময়, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির মহাসচিব নামে কোনও ফেসবুক আইডি নেই।’
এমটিনিউজ/এসএস