শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ১১:৪০:৪৯

ডিম মেলায় ডিম নিয়ে সংঘর্ষ, বিক্রি বন্ধ

 ডিম মেলায় ডিম নিয়ে সংঘর্ষ,  বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক: বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে ডিম মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে ৩ টা দরে প্রতিটি ডিম বিক্রির ঘোষণায় শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করেছে।

মানুষের অতিরিক্ত চাপের এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়।

উত্তেজিত জনতা ডিম ভাঙ্গতে শুরু করে। পরে মেলা থেকে ডিম বিক্রি বন্ধ করে দেয় আয়োজকরা। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিম বিক্রির কথা ছিলো।
১৩ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে