ঢাকা: সেনাবাহিনীর নির্যাতন-হত্যা আর সম্ভ্রমহানীর মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্বসহ সব অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বোরহানউদ্দিন যুবকল্যাণ ফোরাম, ঢাকা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামাল হাওলদারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসিম, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান চৌধুরী, এ্যাডভোকেট মুহতাসিম বিল্লাহ পারভেজ, বিল্লাল হোসেন পাশা, বিজে পয়েন্ট’র ব্যবস্থাপনা পরিচালক বাহালুল আহমেদ ফাহিম, জাকির হোসেন, ভোরের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার নাজিউর রহমান সোহেল, ইঞ্জিনিয়ার মাহতাবুর রহমান মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্র্থী বিলাল হোসাইন, শাহীন আব্দুল্লাহ, দ্বীপের সভাপতি নাজিম ফরায়েজী, জিয়াউদ্দিন সোহাগ সিএ, ইঞ্জিনিয়ার রাব্বী হাওলাদার, আল আমিন, ইঞ্জিনিয়ার ইব্রাহিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর সরাসরি বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। তাদেরকে নির্মমভাবে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে। ফলে প্রাণ রক্ষার্থে তারা আমাদের দেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এখন পর্যন্ত তাদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে তাদের ফিরিয়ে নেয়ার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত না থাকলে মিয়ানমার মূল সমস্যার সমাধানে উদ্যোগী নাও হতে পারে।
তারা কফি আনান কমিশনের সুপারিশগুলোরে বাস্তবায়নে জতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমটি নিউজ/আল-আমিন/এএস