রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ০৩:২৭:২১

ইসি’র সঙ্গে বিএনপির সংলাপ ইতিবাচক: ওবায়দুল কাদের

ইসি’র সঙ্গে বিএনপির সংলাপ ইতিবাচক: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে তা ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সামনে আওয়ামী লীগের সঙ্গেও ইসির সংলাপ আছে। আমরা সংলাপে ১১ দফা উত্থাপন করবো। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলামের যোগদান ও পুরাতন সচিবের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের নতুন সচিবকে উদ্দেশ করে বলেন, ‘এক্সেল লট কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে দেশের সড়ক-মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, নষ্ট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ রাজধানীতে সিটিং বাসের নামে যে চিটিং বাণিজ্য চলছে তা নজরদারিতে রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।’

এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই রাজধানীতে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে জানান ওবায়দুল কাদের।
উল্লেখ্য, রবিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। দলটি ইসি’র কাছে ২০ দফা প্রস্তাবনা তুলে ধরেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়। বিএনপির পক্ষ থেকে ১৬ জন প্রতিনিধি সংলাপে অংশগ্রহণ করেছেন।

বিএনপির প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহম্মেদ, ড. খন্দকার মোশারফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মঈন খান, আমীর খসরু, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আবদুল হালিম, আবদুর রশিদ সরকার ও সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে