রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ১১:১৪:৪৬

এবার ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে যা বললেন মনিরুল ইসলাম

এবার ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে যা বললেন মনিরুল ইসলাম

নিউজ ডেস্ক : পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির সাথে সম্পৃক্ততা শুরু থেকেই। অফিশিয়াল কাজে দেশের বাইরে থাকায় ছবিটি দেখতে পারেননি। তবে সম্প্রতি স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ছবিটির তিনি ভূয়সী প্রশংসা করেছেন। স্ট্যাটাসটি এমটিনিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

“আমি সিনেপোকা মর্মে কিছুদিন আগেই একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এইতো কয়েকদিন আগে আমেরিকায় যাতায়াত কালে এয়ারক্রাফটে বসে গুনে গুনে ১১ টা সিনেমা দেখেছি। সারাদিন ব্যস্ততার ফাঁকেও রাতে এবং ছুটির দিনে সিনেমা দেখি।

বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজী, সাব টাইটেলসহ ইরানী, স্প্যানিশ, ফরাসী ভাষার ছবিও দেখি। বাংলাদেশের অধিকাংশ ছবিই আমার দেখা হয়েছে। তবে হলে গিয়ে ছবি দেখা হয় না। কয়েকবছর আগে একটা হলে ঢুকলে ও সিনেমা দেখা হয়নি। দীর্ঘ বিরতির পর সর্বশেষ হলে গিয়ে দেখা সিনেমার নাম 'চন্দ্রকথা'।

সম্ভবতঃ মুক্তির পরেই তৎকালীন কর্মস্থল ঝিনাইদহের স্টেডিয়ামের পাশের সিনেমাহলে (নাম মনে নাই) সপরিবারে ছবিটা উপভোগ করেছিলাম। সেও তো ১৪/১৫ বছর আগের কথা। প্রিমিয়ার শো'র সময় দেশের বাইরে থাকায় "ঢাকা এ্যাটাক" দেখা হয়নি। দেশের ফেরার পরের দিন অফিসে বসেই হলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম।

ট্রাফিক জ্যামের কারনে ছবি শুরু হওয়ার মিনিট পনেরো পরে কয়েকজন সহকর্মীসহ সস্ত্রীক সিনেপ্লেক্সে ঢুকলাম। অন্ধকারের মধ্যে যতটুকু বোঝা গেল হলভর্তি দর্শক। একটুপরেই বুঝলাম কাহিনীর সাথে দর্শক একাত্ম হয়ে গেছে। হলিউড বলিউড নয়, বাংলাদেশে নির্মিত ছবি হিসাবে দেখার মানসিক প্রস্তুতি নিয়েই ছবিটা দেখলাম।

'ঢাকা এ্যাটাক'র প্রজেক্ট প্রধান হিসাবে কাহিনী আমার জানা ছিল। শুটিংএর সময়েও একাধিক দিন উপস্থিত থেকেছি। শুটিং শেষে প্রথম এডিটিংএর পরে আমরা বসে সিনেমাটা দেখেছি। ফলে আমার অনেক কিছুই জানা। আমি বারবার আমার সামনে-পিছনে, আশেপাশের দর্শকদের প্রতিক্রয়া বোঝার চেষ্টা করছিলাম।

মনে হলো দর্শক ছবিটা বেশ পছন্দ করেছে। টেনশনে ছিলাম স্ত্রীকে নিয়ে। তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে মনে হ'লো পছন্দ করেছে। বিরতির সময় দেখলাম সাংবাদিক ছোটভাই নুরুজ্জামান লাবুসহ বেশকিছু পরিচিত মুখ। বিরতির পরের অংশে দর্শক আরও বেশী একাত্ম, ভীষন উচ্ছ্বসিত, উল্লসিত! শেষ দৃশ্যে অনেকেই শুভ'র জন্য প্রার্থনা করছে!

শুভ'র সফলতায় হাততালি পড়ছে। সিনেমা শেষ হলো, দর্শক বেরোল। সবার পিছনে আমরা বেরিয়ে এলাম। যেহেতু বাংলা সিনেমা সম্পর্কে আমার মোটামুটি ধারনা আছে সেহেতু যেকোন বিবেচনায় ছবিটা চমৎকার হয়েছে। স্বীকার করছি, সীমাবদ্ধতা, ত্রুটি-বিচ্যূতি অনেক আছে কিন্তু এটিতো বলিউড কিংবা হলিউডের ছবি নয়। ইউটিউবে সেরা ছবিগুলোর ও অনেক সমালোচনা পাওয়া যাবে।

হলের বাইরে দেখা হলো পরিচালক Dipankar Dipon এর সাথে। হাসিমুখে অভিনন্দন জানালাম। ছবি নির্মান পরিকল্পনার শুরু থেকে সম্পৃক্ত থাকার সুবাদে আমি দেখেছি Dipon এবং তার পুরো Team কতটা পরিশ্রম করেছে। কাহিনীকার এডিসি Sanwar এবং তার কতিপয় সহকর্মীর পরিশ্রমটাও আমার চোখে দেখা।

প্রযোজক প্রতিশ্রুত অর্থ না দেওয়ায় বারবার শুটিং পিছিয়েছে, নায়ক-নায়িকার পুনরায় শিডিউল পেতে বিলম্ব হয়েছে। টাকার জন্য Sanwar নানাজনের কাছে বারেবারে ধর্ণা দিয়েছে। কোথাও সফল হয়েছে আবার কখনো শুকনো মুখে এসে ব্যর্থতার কথা বলেছে। কখনো সান্ত্বনা দিয়েছি, আবার কখনো কখনো ব্যস্ততার কারনে তাও দিতে পারিনি।

Sanwar লেগেছিলো, দীপনের ডেডিকেশন এবং প্রতিভা ছিল, আমাদের অন্যান্য সহকর্মী, সিনেমার কলাকুশলী সবাই তাদের বেষ্টটুকু দিতে পেরেছে, তাইতো 'ঢাকা এ্যাটাক' সফল হয়েছে! বিকল্প ধারার নয়, মূল ধারার ছবি হিসাবেই 'ঢাকা এ্যাটাক' সফলতা পেয়েছে। ভালো সিনেমা পেলে দর্শক হলে যায় তা আবার ও প্রমান হলো। অভিনন্দন Sanwar, Dipon, শুভ, মাহি, সুমন, নওশাবা, ভিলেন জীসান, শতাব্দী ওয়াদুদসহ সবাইকে। কৃতজ্ঞতা আলমগীর ভাই, আফজাল ভাই, জনাব হাসান ইমাম।

ছেলেবেলা থেকে দেখা শক্তিমান অভিনেতা জনাব তারিক আনাম, মেধাবী নির্মাতা চয়নিকা চৌধুরী, পছন্দের ছবি 'গহীনে শব্দ'র ইমন, প্রতিশ্রুতিশীল নাট্যাভিনেতা মিশু সাব্বির, নাট্যাভিনেত্রী দীপা, ফারিহাসহ একদল প্রিয় মানুষের সাথে দেখা হওয়াটা বাড়তি পাওনা। 'ঢাকা এ্যাটাক' এবং সকলের জন্য নিরন্তর শুভ কামনা!”
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে