সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ১০:২৩:৪৬

প্রতি ওয়াক্ত নামাজের সময় বন্ধ লক্ষ্মীপুরের দোকানপাট: মেয়রের নির্দেশ

প্রতি ওয়াক্ত নামাজের সময় বন্ধ লক্ষ্মীপুরের দোকানপাট: মেয়রের নির্দেশ

লক্ষীপুর প্রতিনিধি: প্রতি ওয়াক্ত নামাজের সময় শহরের সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। রবি ও সোমবার শহরে মাইকিং করে মেয়রের এই নির্দেশ প্রচার করা হয়। আজ জোহরের সময় থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে লক্ষ্মীপুর পৌর এলাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক দোকানি বলেন, ‘মাইকিং গতকালই শুনেছি। আজ থেকে এটা কার্যকর হয়েছে। আমি শহরে ঘুরে দেখেছি প্রায় ৯০ ভাগ দোকানই নামাজের সময় বন্ধ ছিল।’

এই দোকানি বলেন, ‘আজানের পরপরই দোকানে সাটার নামিয়ে তালা লাগিয়ে দেন দোকানিরা। এমনকি মার্কেটের মূল গেইটেও তালা ঝুলিয়ে দেয়া হয়।’

মেয়র আবু তাহের বিষয়েটি নিশ্চিত করে বলেন, ‘আমি এ নির্দেশ দিয়েছি। রমজান মাসে আমার কাছে স্থানীয় জনগণ, ব্যবসায়ী প্রতিনিধিরা এসে এই দাবি জানিয়েছিলেন। পরে আমি হজে গিয়েছিলাম। তাছাড়া আমার অ্যাক্সিডেন্টের কারণে এই নির্দেশ কার্যকরে দেরি হয়েছে। এই উদ্যোগে আমরা স্থানীয় মানুষের ভালো সাড়া পাচ্ছি।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীরা এমন নির্দেশনার আওতাধীন কি না এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আজ সকালে তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের বলেছি, তারা তাদের দোকান খোলা রাখতে পারবেন, তবে নামাজের সময় তাদের দোকানে যেন কোনো মুসলমান আড্ডা না দিতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তারা এমনটি হবে না বলে আমাকে কথা দিয়েছেন।’

বিগত এক মাস ধরে লক্ষ্মীপুরে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান দেশব্যাপী আলোচিত এই মেয়র। এদিকে পৌর মেয়রের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মুসল্লিরা। এ সিদ্ধান্তের পর থেকে বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে।-ঢাকা টাইমস
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে