বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ০৫:২৭:৫৫

বিএনপি নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না বিমানবন্দরে: মির্জা আব্বাস

বিএনপি নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না বিমানবন্দরে: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তাদের দল। কিন্তু তারা বিমানবন্দরে ঢুকতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন।

বুধবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের প্রবেশপথে অপেক্ষমাণ সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, ‘দলের চেয়ারপারসনকে সংবর্ধনা দিতে আমরা বিমানবন্দরে এসেছি। কিন্তু আমাদেরকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে দেশে ফিরলে তাকে বিমানবন্দরে বিনা বাধায় সংবর্ধনা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু আমরা আজ বিমানবন্দরে ঢুকতে পারছি না।’

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় দল শঙ্কিত নয় বলে উল্লেখ করেন মীর্জা আব্বাস। তার ভাষ্য, ‘আমাদের দলের চেয়ারপারসন তার চিকিৎসা পুরোপুরি শেষ না হতেই দেশে ফিরছেন। সরকার দেশের পরিস্থিতি ঘোলাটের দিকে নিয়ে যাচ্ছে। এ কারণেই ম্যাডাম চিকিৎসা অসম্পন্ন রেখে দেশে আসছেন।’

সরেজমিন দেখা গেছে, ভিআইপি টার্মিনালের কাছে মসজিদের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, দলের ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ আরও অনেকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে