নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতে দুর্যোগময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ায় উপকূল এলাকা সহ সারাদেশে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাতে জনজীবন স্থবির হয়ে গেছে। সড়ক থেকে মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে। শুক্রবার বিকেল থেকে নদী পথের সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ। আবহওয়া অনুকূলে না থাকায় শুক্রবার সকালে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল রুটের নৌ চলাচল বন্ধ থাকবে। উপকূলীয় এলাকা হাতিয়া, বেতুয়া ও রাঙ্গাবালিতেও সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, টানা বর্ষণে ক্ষেতের উঠতি ফসল ও সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ছাড়াও সড়কগুলোতে জমে থাকা পানি ও খানা খন্দে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছুটির দিন থাকলেও পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে বেগ পেতে হয় অভিভাবকদের।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছা¦সে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিন্মচাপ হিসেবে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এরই প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত থাকায় সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।
আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি এবং ভারী ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
রাজশাহী, রংপুর ,ময়মনসিংহ, টাঙ্গাইল , ঢাকা, খুলনা, বরিশাল ,চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার কথা বলেছে আবহাওয়া অফিস।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস