শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ১২:০৮:০৪

বঙ্গোপসাগরে নিম্নচাপ ; সব ধরনের নৌ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে নিম্নচাপ ; সব ধরনের নৌ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক :  উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ও সারা টানা বৃষ্টির কারণে সদরঘাট থেকে সব ধরনের ছোট নৌযান (৬৫ ফিটের নিচে) ও তিন রুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক শাহেদ রেজা জানান, ‍আবহাওয়া খারাপ থাকায় সকাল থেকে ছোট নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

‍এছাড়া ঢাকা-বেতুয়া, ঢাকা-হাতিয়া ও ঢাকা-রাঙ্গাবালী রুটে লঞ্চসহ সব ধরনের নৌযান শুক্রবার থেকে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

এদিকে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরীয়া টিপু বলেন, নিন্মচাপের কারণে নদীতে অনেক বাতাস। এতে ছোট নৌযানগুলো যেকোনো সময় বিপদে পড়তে পারে। যার কারণে বিআইডব্লিউটিএ-এর নির্দেশে ছোট নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে।  আবহাওয়া বৈরী হওয়ার উন্নতি হলে যাত্রী বাড়বে বলেও মনে করেন তিনি।  

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে