নিউজ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানান ক্যান্সারে আক্রান্ত শীলা ইসলাম লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে রোববার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা ‘সঠিক নয়’ বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘তার অবস্থা ক্রিটিক্যাল। তবে মারা যাওয়ার খবর সঠিক নয়।’
শিলা ইসলাম বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।
এর আগে গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়েছিল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন বলে আনোয়ারুজ্জামান জানান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস