নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক হয়েছে। আজ রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়ে নয়টার কিছু আগে শেষ হয়।
বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে সার্বিক রাজনীতি নিয়ে কথা হয়েছে। তারা সমস্যার কথা শুনেছেন। বৈঠকে সুষমা বলেছেন, প্রতিবেশী হিসেবে ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক।
তিনি জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন একটি সুষ্টু নির্বাচন আয়োজন করবে এটি তারা আশা করেন। মির্জা ফখরুল জানান, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি বলেছেন, এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা প্রয়োজন। জবাবে সুষমা জানিয়েছেন, মিয়ানমারের ওপর এ বিষয়ে ভারতের চাপ অব্যাহত রয়েছে।
বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মইন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৭ সদস্য উপস্থিত রয়েয়েছেন।
এর আগে, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন সুষমা। এছাড়া রাতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
এমটিনিউজ/এসএস