সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০৪:১৩

নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরা শুরু

নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরা শুরু

নিউজ ডেস্ক: মা ইলিশ রক্ষায় দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে মাছ ধরা শুরু হয়েছে দেশের পদ্মা-মেঘনাসহ দেশের উপকূলীয় নদ-নদীতে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভোরে ট্রলার, জাল ও মাছ ধরার অন্যান্য সামগ্রী নিয়ে নদীতে নেমে পড়েন জেলেরা। দীর্ঘ তিন সপ্তাহের নিষেধাজ্ঞা শেষে পুনরায় নদীতে মাছ ধরতে যাওয়ায় অনেকটা উৎসবের আমেজ দেখা গেছে জেলেদের মাঝে।

নদীতে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। মা ইলিশ রক্ষায় গত ৩০শে সেপ্টেম্বর মধ্যরাত থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের বিচরণক্ষেত্রসহ দেশের উপকূলীয় নদ-নদীতে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে