সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ১২:৫৮:৪১

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক:  বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, 'সোমবার রাত সাড়ে ৮ টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।'

জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে শেষ হওয়া সংলাপ ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর নিয়ে  আলোচনা হবে।

চিকিৎসার জন্য প্রায় তিন মাস পর লন্ডন থেকে গত বুধবার দেশে আসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর পরের দিন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আদালতে হাজির হন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত দুই লাখ জরিমানা করে তাকে জামিন দেন।

সর্বশেষ গত ১৩ জুলাই খালেদা জিয়া স্থায়ী কমিটির সঙ্গে সর্বশেষ বৈঠক করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে