সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০১:১১:০১

৮ টাকায় ১ জিবি: টেলিটক পারলে অন্য অপারেটররা কেন ২০০ টাকা নেয়?

৮ টাকায় ১ জিবি: টেলিটক পারলে অন্য অপারেটররা কেন ২০০ টাকা নেয়?

নিউজ ডেস্ক: সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে নারীদের জন্য বিনামূল্যে ‘অপরাজিতা’ প্যাকেজ নামে নতুন টেলিটক সিম উদ্বোধন করা হয়েছে। যেখানে সিম কার্যকর করার পর মাত্র ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডেটা পরবর্তী তিন মাস যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। এ ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে চলছে আলোচনা।

অনেকেই মনে করছেন টেলিটক যদি এত স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা দিতে পারে তাহলে অন্য অপারেটররা কেনো নয়। বিভিন্ন অপারেটর ও প্যাকেজভেদে ১ জিবি ডেটা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।

বিষয়টি নিয়ে টেলিকম বিভাগের কাছে জবাব চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্যপ্রযুক্তিবিদ ও সাবেক বেসিস সভাপতি মোস্তফা জব্বার।

সেখানে তিনি লিখেছেন, ৮ টাকায় টেলিটক ১ জিবি আর ১৪ টাকায় ২ জিবি ডাটা দিতে পারলে অন্যরা ১ জিবির জন্য ২০০ টাকা নেয় কেন? টেলিকম বিভাগ এর জবাব দেবেন কি?
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে